Career Job Details
Home Career Job Details
বিজনেস অ্যাসোসিয়েট
Vacancy: 450
Last Date: 31-10-2021
বাংলা কার ডট নেট
পদের নাম- বিজনেস অ্যাসোসিয়েট
ব্যাবসার প্রসঙ্গে ;
বাংলা কার ডট নেট জানুয়ারি-২০০৭ইং তারিখ থেকে বাংলাদেশের সকল জেলায় সুনামের সাথে রেন্ট-এ কার সেবা প্রদান করে আসছে। বর্তমানে ব্যাবসা সম্প্রসারন ও উন্নত সেবা প্রদানের লক্ষে, নিম্নে বর্ণিত শর্ত সাপেক্ষে প্রত্যেক উপজেলায় একজন করে বিজনেস অ্যাসোসিয়েট নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের নিম্নে এপ্লাই নাও' লিংকের মাধ্যমে আগামী ৩১-১২-২০২১ইং তারিখের মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হইল।
আপনার ভুমিকা এবংদায়িত্তসমুহ ঃ
+ আপনাকে আমাদের ওয়েবসাইটে গাড়ি আপলোড করতে হবে ।
+ উপজেলা অফিস পরিচালনা করা।
+ কাস্টমার, চালক ও গাড়ির মালিকের সাথে সুসম্পর্ক বজায় রাখা।
+ নতুন নতুন গ্রাহক তৈরি করা এবং উন্নত সেবা প্রদানের নিশ্চয়তা দেয়া।
+ প্রতিষ্ঠানের নিয়মনীতি অনুসরন করে ব্যাবসায়িক কার্যক্রম পরিচালনা করা।
+ গ্রাহকের সকল সমস্যা সমাধানের কৌশল প্রয়োগ করা।
শিক্ষাগত যোগ্যতা এবং দক্ষতা ঃ
+ যে কোন বিষয়ে স্নাতক অথবা সমমান।
+ মাসিক বিক্রয় লক্ষ্য র্অজন করতে হবে।
+ শক্তিশালী নেটওয়ারকিং দক্ষতা থাকতে হবে।
+ ইংরজি এবং বাংলায় যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
আবেদনের শর্ত ঃ
+ আবেদনকারীর বয়স ২২-২৭বছরের মধ্যে হতে হবে।
+ আবেদনকারীর উপজেলা শহরে নিজ অর্থায়নে স্থায়ীভাবে একটি অফিস স্থাপন করিতে হবে । সেই ক্ষেত্রে বাংলা কার ডট নেট সর্বাত্মক সহযোগীতা করিবে।
+ আবেদনকারীকে সৎ,পরিশ্রমী, বুদ্ধিমান ও নম্র-ভদ্র হতে হবে।
ব্যাবসার এরিয়া
নিজ উপজেলা।
ব্যাবসার সুবিধা সমূহঃ
আকর্ষনীয় সেলস কমিশন ও অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে।
প্রয়োজনীয় সংযুক্তি ঃ
+ র্প্রাথীর পাসপোর্ট সাইজ ছবির অনুলিপি।
+ স্থানীয় চেয়ারম্যান কতৃক প্রদত্ত নাগরিকত¦ সনদপত্রের অনুলিপি।
+ জাতীয় পরিচয় পত্র / জন্ম সনদের অনুলিপি।
+ সকল শিক্ষাগত যোগ্যতার অনুলিপি সংযুক্ত করিতে হবে।
যোগাযোগ
মোহাম্মদ মাসুদ আলম ভূঁইয়া
ব্যবস্থাপক : বাংলা কার ডট নেট
ইমেইল-
' উদ্যোক্তা হিসাবে নিজেকে তৈরি করে আর্থিক ভাবে সাবলম্বি হোন।